মৃত্যুদণ্ডের রায়ে প্রসিকিউশনের ব্যক্তিগত খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই

মৃত্যুদণ্ডের রায়ে প্রসিকিউশনের ব্যক্তিগত খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই: চিফ প্রসিকিউটর
স্টাফ রিপোর্টার
অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে প্রসিকিউশনের ব্যক্তিগত খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই। কারো মৃত্যুদণ্ডে আমরা আনন্দিত নই।
সোমবার চিফ প্রসিকিউটর কার্যালয় প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি আরও বলেন, বাংলাদেশের ১৪০০ তরতাজা তরুণ প্রাণ স্বৈরাচারের অবসানের জন্য জীবন দিয়েছেন। ২৫ হাজারের বেশি ছাত্রজনতাকে আহত করা হয়েছে। তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি। জাতির পক্ষে আমরা এটি বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার ক্ষুদ্র আমাদের প্রয়াস চালিয়েছি। সেটি যদি সফল হয়, সেখানে আমাদের সাফল্য।
