মোহামেডান হারল প্রথম ম্যাচেই, কিংসের হোঁচট
বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) নতুন মৌসুমে প্রথম ম্যাচেই হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ কিংস অ্যারেনায় ফর্টিস এফসির কাছে ২–০ গোলে হেরেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
একই দিনে জয়ের মুখ দেখেনি বসুন্ধরা কিংসও। গাজীপুরে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ২–২ সমতায় পয়েন্ট খুইয়েছে দলটি। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১–০ গোলে জিতেছে পুলিশ এফসি।