জাতীয়মতামত

বিএনপি নেতার বাড়িতে হামলা–ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়া এলাকায় পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউল ইসলাম খানের (মাসুম) বাড়িতে হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর শিকদারের বিরুদ্ধে। আজ শনিবার বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

মশিউল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমান রূপার অভিযোগ, শনিবার বেলা ১১টার দিকে ৩০ থেকে ৪০ জন বহিরাগত নিয়ে তাঁদের বসতবাড়িতে ঢোকেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর শিকদার। বাড়িতে ঢুকেই তাঁদের (মশিউল ও তাঁর স্ত্রী) ঘরবাড়ি ছেড়ে দিতে বলেন। এ সময় আসবাব ভাঙচুর করে ঘরে থাকা হাটের খাজনার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যান হামলাকারীরা। এ সময় ঘরের জিনিসপত্র তছনছ করা হয়। পরে আলমগীর এবং তাঁর লোকজন পাশের দোকানদার ও আরও দুটি বাড়িতে হুমকি দিয়ে যান দ্রুত জায়গা খালি করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *